চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে এখনও ওই যুবকের পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই যুবকের আনুমানিক বয়স ১৯ বছর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস কর্মকর্তা আফজাল হোসেন বলেন, ‘গোসল করতে গিয়ে এক যুবক হারিয়ে যাওয়ার খবর পেয়ে আমাদের উদ্ধারকারী দল অভিযান চালায়। পরে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
তবে এখনও কোনো আত্মীয়স্বজন লাশ নিতে যোগাযোগ করেনি বলে জানান ওই ফায়ার সার্ভিস কর্মকর্তা।
আরএ/ডিজে