সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি (ক.) ৯৬তম খোশরোজ শরীফ (জন্মবার্ষিকী) উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের ফটিকছড়ির হারুয়ালছড়িতে আশেকানে হক ভান্ডারী, শোকর-এ মওলা মনজিলে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া শিক্ষাসামগ্রী বিতরণ, মিলাদ ও জিকির সেমা মাহফিলও অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য, মাইজভান্ডারী লেখক ও গবেষক মুহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভান্ডারি।
প্রধান অতিথি বলেন, ‘মানবাত্মার সঙ্গে পরম সত্ত্বার সংযোগ ঘটানোর জন্য মাইজভান্ডারি দর্শন তথা সপ্তকর্ম পদ্ধতি। যা মানব মুক্তির জন্য চিরন্তন, সহজবোধ্য ও অপরিহার্য পদ্ধতি।’
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ এহসান উল্লাহ’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন মাদরাসা-এ গাউসুল আজম মাইজভান্ডরী’র আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ মুজিবুল হক মাইজভান্ডারি ও কেন্দ্রীয় পর্ষদ মনোনীত ফটিকছড়ি ‘খ’ জোনের সমন্বয়ক মুহাম্মদ দিদারুল আলম।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য আবু সাহাদাত মুহাম্মদ সায়েম সুমন, ডা. পঞ্চানন দাশগুপ্ত, ডা. বলাই কুমার আচার্য, সৈয়দ শফিউল আজিম সুমন, নির্বাহী সদস্য মুহাম্মদ ওমর ফারুক, মুহাম্মদ নুরুল আনোয়ার, মুহাম্মদ আব্দুল মান্নান, দেশ রূপান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ রফিক, বারমাসিয়া খাজা গরীবে নেওয়াজ (র.) জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আবু তাহের মাইজভান্ডারি।
এছাড়া স্থানীয় বিভিন্ন স্কুল–মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধি, আশেকানে হক ভান্ডারি, শোকর-এ মওলা মনজিলের সর্বস্তরের কর্মকর্তা-সদস্যবৃন্দ ও এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, পাঁচটি স্তম্ভের ওপর ইসলামকে দাঁড় করিয়েছেন আল্লাহ। ইসলাম হচ্ছে সাম্যের ধর্ম, শান্তির ধর্ম, ঐক্যের ধর্ম। আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করেছেন। কিন্তু আমরা সেই শ্রেষ্ঠত্ব ভুলে গেছি। নবী করিম (স.) এর কাছে যারা আনুগত্য করেছেন তারা দেখেছেন, তিনি মুহাম্মদ নন। তিনি রাসূল আল্লাহ। মুসলমান হচ্ছে এক স্রষ্টার পূর্ণ আনুগত্যকারী। সালাতের মূল উদ্দেশ্য হচ্ছে সর্বদা আল্লাহর প্রেমে নিজেকে প্রজ্বলিত রাখা। আর মসজিদ হচ্ছে আল্লাহ ডাকার ঘর। আল্লাহ বিরাজ করেন মানুষের অন্তঃকরণে। আর মাইজভান্ডার দরবার হচ্ছে আদবের চূড়ান্ত জায়গা। আল্লাহর অলীরা হচ্ছেন আল্লাহর কুদরত।
এর আগে মাহফিলে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইব্রাহিম। আলোচনার অংশগ্রহণ করেন জ্যোতি ফোরামের সভাপতি মুহাম্মদ জয়নুল আবেদীন তাওরাত, নির্বাহী সদস্য মুহাম্মদ সাজীদুল হাসান চৌধুরী ও মুহাম্মদ সজীবুল হাসান চৌধুরী।
মাহফিলে ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে স্কুল ব্যাগসহ এক বছরের শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।