চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ওয়াইফাই সংযোগের তার টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রুবেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ১ নম্বর রাজানগর ইউনিয়নের রানিরহাট বাজারে এ ঘটনা ঘটে।
মো. রুবেল (৩০) রাজানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, রুবেল পেশায় একজন মোটর মেকানিক। রানিরহাট বাজারে কেবিএস কনভেনশন সেন্টারের পাশে মদিনা ট্রেডিং নামে তাদের একটি মোটর পার্টসের দোকান আছে। ওই দোকানে সিসি ক্যামেরার ওয়াইফাই সংযোগের তার টানতে দোকানের টিনের চালের ওপর উঠেন রুবেল।
এসময় অসাবধানবশত বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যান রুবেল। সেখানেই তার মৃত্যু হয়। পরে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠানো হবে।
ময়নাতদন্ত শেষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ওসি।
ডিজে