টেকনাফে জেলের জালে ৫ মণের ভোল মাছ, ২ লাখ ৬০ হাজারে বিক্রি

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে জেলের জালে উঠে এলো ৫ দশমিক ২২ মণের (১৯৪.৮১ কেজি) একটি ভোল মাছ। প্রায় চার ফুট আকারের এ মাছটি পাইকারি বাজারে বিক্রি হয়েছে ২ লাখ ৬০ হাজার টাকায়।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ নাফ নদীর ঘোলারচর এলাকায় ভোল মাছটি ধরা পড়ে।

শাহপরীর দ্বীপ কোনারপাড়ার বাসিন্দা ফয়েজ আহমদের ছেলে মোহাম্মদ কালু ফকিরের মালিকানাধীন টানা জালে ভোল মাছটি ধরা পড়ে।

শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া মৎস্যঘাটে মাছটি আনা হলে দাম হাঁকানো হয় সাড়ে তিন লাখ টাকা। পরে ২ লাখ ৬০ হাজার টাকায় জালিয়াপাড়ার মাছ ব্যবসায়ী জাফর আলম মাছটি কিনে নেন।

মাছ কেনার পর জাফর আলম জানান, প্রতিকেজি ১ হাজার ৩৫০ টাকা হিসেবে ২ লাখ ৬০ হাজার টাকায় মাছটি কিনেছি। টেকনাফ বড়বাজারে প্রতিকেজি ১ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হবে। এজন্য পৌরসভায় মাইকিং করা হচ্ছে।

এখনও পর্যন্ত তিন মণের মতো মাছ আগাম বিক্রি হয়েছে বলে জানান তিনি।।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, শাহপরীর দ্বীপের এক জেলের টানা জালে একটি বিশাল ভোল মাছ ধরা পড়েছে বলে শুনেছি। এই মাছ সাধারণত ৪০০ কেজি পর্যন্ত হয়ে থাকে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, নাফ নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা দীর্ঘদিন পর উঠেছে। এজন্য বড় বড় মাছ জেলেদের জালে উঠছে। তারা খুব উল্লাসিত।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm