মইজ্জ্যারটেক চেকপোস্টে ইয়াবাসহ ধরা দুই মাদক কারবারি

চট্টগ্রামের কর্ণফুলীতে ৫০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক চেকপোস্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হলেন—কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. হোসেনের ছেলে নুর মোহাম্মদ (২৪) এবং পাবনা জেলার চাটমোহর পৌরসভার মনির হোসেনের ছেলে মো. রাকিবুল হাসান অন্তর (১৯)।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, অভিযুক্তদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm