ডেঙ্গুতে আবারও শিশুর মৃত্যু চট্টগ্রামে, নতুন আক্রান্ত ১১৪

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩ জন। এছাড়া নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১১৪ জন।

৯ বছর বয়সী মৃত শিশুর নাম মরিয়ম। ওই শিশুর বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলায়।

গত রোববার (২২ জুলাই) তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার (২৫ জুলাই) তার মৃত্যু হয়।

s alam president – mobile

মঙ্গলবার জেলা সিভিল সার্জেনের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ১১৪ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি ৬৫ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪৯ জন।

এই বছর এখনও পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২ হাজার ২৪১ জন।

Yakub Group

চলতি বছরের জুলাই মাসেই ডেঙ্গু আক্রান্ত রোগী ১ হাজার ৭৭৬ জন। এর মধ্যে জুলাই মাসেই মারা গেছেন ১৪ জন।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!