হাজারী গলিতে ১০০ টাকার স্যালাইন ৫০০, তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড

চট্টগ্রামে গত কয়েক দিনে ডেঙ্গু রোগের প্রকোপ বেড়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে বিক্রি করছে ওষুধ। ডেঙ্গু রোগীর প্রয়োজনীয় ১০০ টাকা ডিএনএস স্যালাইন বিক্রি করছে ৫০০ টাকায়।

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীর হাজারী গলিতে অতিরিক্ত দামে ওষুধ বিক্রির দায়ে তিন দোকানদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ জুলাই) এই অভিযান চালায় জেলা প্রশাসন এবং ওষুধ প্রশাসন অধিদপ্তর।

s alam president – mobile

জানা গেছে, ডেঙ্গু রোগীর চিকিৎসায় বাড়ছে ডিএনএস স্যালাইনের চাহিদা। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সামনের এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফার্মেসিগুলোতে নেই ডিএনএস স্যালাইন। পণ্যের গায়ে মূল্য ১০০ টাকা লেখা থাকলেও এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বাড়িয়ে ফেলেছে।

খবর পেয়ে পাইকারি ওষুধের বাজার হাজারী গলিতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে বেঙ্গল ফার্মেসি ও চট্টলা ফার্মেসি নামের দুটি দোকানে মাত্র ১৫০ লিটার ডিএনএস স্যালাইন পাওয়া গেছে। পরে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের অভ্যন্তরীণ ফার্মেসিতে ন্যায্য দামে এই ওষুধ বিক্রি করা হয়। এছাড়া হাজারী গলির খাজা মার্কেটের একটি দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকার ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়।

Yakub Group

এই তিন দোকানদারকে জরিমানা করা হয় ২০ হাজার টাকা।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!