দক্ষিণ কাট্টলীতে ‘জগন্নাথ সোসাইটি’র শিক্ষার্থীদের গীতা বিতরণ

অক্ষয় তৃতীয়ার শুভ পূর্বলগ্নে দক্ষিণ কাট্টলীর বণিকপাড়া দুর্গা মন্দিরে ‘জগন্নাথ সোসাইটি’র শিক্ষার্থীদের গীতা বিতরণ করা হয়েছে।

ইসকন বাংলাদেশের সহসভাপতি ও সিলেট ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের শিক্ষার্থীদের শ্রীমদ্ভগবদগীতা দান করেন। পরে মহাপ্রসাদ বিতরণ এবং শিক্ষার্থীদের মাসিক জন্ম উৎসবের কেক কাটা হয়।

শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ বলেন, ‘আমরা যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দিনের শুভ সূচনা করি, তাহলে আমরা প্রতিটা ক্ষেত্রে জয় লাভ করবো। সকলে মাতা-পিতাকে খুশি করতে হলে যেমন তাদের কথা শুনতে হবে, ঠিক তেমনই পরমেশ্বর ভগবানকে খুশি করতে হলে, ভগবানের কথা শুনতে হবে। আর সেই পরমেশ্বর ভগবানের কথা হচ্ছে শ্রীমদ্ভগবদগীতা।’

s alam president – mobile

বক্তারা বলেন, ‘মানব সমাজে গীতার অনুশাসন পালন করে আমরা সুখী হতে পারি।’

গীতা দান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ইসকন নন্দনকাননেে শ্রীশ্রী রাধামাধব মন্দির ও শ্রীশ্রী গৌর নিতাই আশ্রমের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীমান মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী, বিশেষ অতিথি ছিলেন ইসকন যুব গোষ্ঠীর পরিচালক শ্রীমান রনবীর মাধব দাস ব্রহ্মচারী।

আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কাট্টলী বণিকপাড়া দুর্গা মন্দিরের সভাপতি শ্রীমান বিটু ধর।

Yakub Group

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্রীমান জগমোহন চৈতন্য দাস। সার্বিক সহযোগিতায় ছিলেন রাসেশ্বর, সর্বদেব, অনিক, পলাশ , বাসুদেব ও আকাশ, রবিন, অরূপ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!