কক্সবাজারের চকরিয়ায় থানার অদুরে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় এক বিএনপি নেতাসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে লুট হওয়া ১২ হাজার টাকার মধ্যে সাড়ে ১০ হাজার টাকা উদ্ধার করা গেলেও তিন ভরি স্বর্ণ ও তিন ভরি রুপার অলংকার এখনও উদ্ধার হয়নি।
এ ঘটনায় রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে প্রবাসীর স্ত্রী রুবি দাশ বাদি হয়ে থানায় ডাকাতির ধারায় মামলা দায়ের করেন। তবে মামলা দায়েরের আগেই শনিবার ভোররাত ৩টার দিকে তিন ডাকাতকে আটক করে পুলিশ।
লুট করা ১২ হাজার টাকার মধ্যে বিএনপি নেতা মো. নয়নের বাড়ি থেকে সাড়ে ১০ হাজার উদ্ধার করে পুলিশ। এছাড়া ডাকাতদের একটি গেঞ্জি ও এক জোড়া জুতাও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন—চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ বাটাখালী এলাকার মমতাজ উদ্দিন আহমদের ছেলে মো. হানিফ (৪৩), পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা খন্দকার পাড়ার নুরুল আমিনের ছেলে মো. নয়ন চৌধুরী (৪৫) ও কাহারিয়াঘোনা ঘাট পাড়ার কবির আহমদের ছেলে মো. ইসমাইল (৩৫)। এদের মধ্যে নয়ন চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভুঁইয়া বলেন, শনিবার ভোররাতে প্রবাসী শ্রীমন্ত দাশের বাড়িতে ডাকাতির ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বাড়ি ও তার আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ভিডিও পর্যালোচনা করে। পর্যালোচনায় ডাকাতিতে সাতজন জড়িত থাকার সত্যতা নিশ্চিত হয়েছে পুলিশ। এর ভিত্তিতে মো. হনিফকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতির সঙ্গে জড়িত আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়।
ডাকাতির ঘটনায় প্রবাসীর স্ত্রী রুবি দাশ বাদি হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাছাড়া গ্রেপ্তার তিনজনকে আদালতে তোলার পর রিমান্ডের আবেদন করা হবে। ঘটনায় জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলছে বলে জানান ওসি।
ডিজে