চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লোগো থেকে নৌকা বাদ, বসানো হলো শাপলা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লোগো পরিবর্তন করা হয়েছে। লোগোতে থাকা নৌকা সরিয়ে বসানো হয়েছে জাতীয় ফুল শাপলা। এখন থেকে শাপলা সম্বলিত লোগোটি সিটি কর্পোরেশনের কাজে ব্যবহৃত হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম এতথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শপথ গ্রহণের পরপরই লোগো পরিবর্তন করতে বলেছিলেন। তাই লোগো থেকে নৌকা বাদ দিয়ে জাতীয় ফুল শাপলা রাখা হয়েছে। আজ থেকে সব জায়গায় এ লোগো ব্যবহৃত হচ্ছে। কিছু কিছু জায়গায় এখনও পুরোনোটা রয়ে গেছে। কয়েকদিনের মধ্যে সব জায়গায় থেকে পুরোনো লোগো সরিয়ে নেওয়া হবে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm