কর্ণফুলীতে জমি দখল করতে রামদা হাতে তেড়ে আসা যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলীতে জমি দখলের সময় ‘রাস্তা বন্ধ করার’ হুঁশিয়ারি দিয়ে রামদা হাতে তেড়ে আসা যুবলীগ নেতা মো. শাহজাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কর্ণফুলীর শিকলবাহা ও চকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

গ্রেপ্তার শাহজাহান (৩০) কর্ণফুলী উপজেলার শিকলবাহা ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত বশির আহম্মদের ছেলে এবং উপজেলা যুবলীগের সহ-সম্পাদক।

সোমবার সকালে শিকলবাহা এলাকায় এক জমি দখলের চেষ্টার সময় শাহজাহানকে রামদা হাতে দৌঁড়ে আসতে দেখা যায়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং পুলিশের নজরে আসে।

এ বিষয়ে ওসি মুহাম্মদ শরীফ বলেন, শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm