নাফ নদী থেকে ৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদীতে মাছ ধরতে যাওয়া তিন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি ।

সোমবার (১২ মে) দুপুরের দিকে নাফ নদীর হ্নীলা সীমান্ত পয়েন্ট দিয়ে ৩ জেলে মাছ ধরতে যায়। সেখান থেকে কিছুটা মিয়ানমার সীমান্তে গেলে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

তিন জেলে হলেন—টেকনাফের হ্নীলা লেদা গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. সিদ্দিক (২৭) একই গ্রামের নাগু মিয়ার ছেলে মো. রবিউল আলম (২৮) ও হোসনের ছেলে মো. মাহমুদ হোসেন (৩০)।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী।

মোহাম্মদ আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে শুনেছি সোমবার (১২ মে) দুপুরের দিকে নাফ নদীর হ্নীলা সীমান্ত পয়েন্ট দিয়ে ৩ জেলে মাছ ধরতে যায়। সেখানে ভুলবশত কিছুটা মিয়ানমার সীমান্তে গেলে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়। তবে যতটুকু খবর পেলাম তারা এখনও বাড়িতে ফিরতে পারেনি।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহেসান উদ্দিন বলেন, নাফ নদীর হ্নীলা সীমান্ত পয়েন্ট দিয়ে ৩ বাংলাদেশি জেলেকে আরাকান আর্মি আটক করেছে শুনলাম। বিস্তারিত এখনো পাইনি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm