চট্টগ্রামের পটিয়ায় বিজনেস প্লাটফর্মের উদ্যোগে নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতায়নের লক্ষ্যে আয়োজিত বিভিন্ন কর্মশালার সনদ বিতরণ সম্পন্ন হয়েছে।
বুধবার (১৬ জুলাই) পটিয়া বিজনেস প্লাটফর্মের কার্যালয়ে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারা ব্যবসা ব্যবস্থাপনা, বিপণন কৌশল, আর্থিক সাক্ষরতা এবং ডিজিটাল প্লাটফর্মে ব্যবসা সম্প্রসারণের বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী। তিনি নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং স্থানীয় অর্থনীতিতে তাদের অবদানের গুরুত্ব তুলে ধরে বলেন, নারী উদ্যোক্তারা আমাদের সমাজের অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ শক্তি। তাদের দক্ষতা বৃদ্ধি ও সঠিক সুযোগ প্রদানের মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারি।
পটিয়ার তরুণ উদ্যোক্তাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, নারীদের অর্থনৈতিক অগ্রগতির মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব। এ ধরনের উদ্যোগ নারীদের আত্মবিশ্বাস ও সামাজিক অবস্থানকে আরো সুদৃঢ় করবে। এই প্রশিক্ষণ তাদের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে এবং নতুন বাজারে প্রবেশের আত্মবিশ্বাস জোগাতে সহায়তা করবে। এই ধরনের উদ্যোগ নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং স্থানীয় অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কর্মশালায় বিজনেস ম্যানেজমেন্ট, ই-কমার্স, এবং ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বিষয়ে বিশেষজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ পরিচালিত হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
পটিয়া বিজনেস প্লাটফর্মের প্রতিষ্ঠাতা নাফিজ করিম চৌধুরী ও ব্যবস্হাপনা পরিচালক রুবেলের যৌথ সঞ্চলনায় কেক-কোর্স সাটিফিকেট বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়াকুব গ্রুপের কো-চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা নাহিদ ফারহানা, ফ্যাশন ফর বেকিং বাই নাসরিন গ্রুফের স্বত্বাধিকারী নাসরিন সুলতানা।
নারী উদ্যোক্তা নাহিদ ফারহানা বলেন, পটিয়া বিজনেস প্লাটফর্ম নারীদের ব্যবসায়িক সম্ভাবনাকে কাজে লাগিয়ে তাদের আত্মনির্ভরশীল করার এ প্রয়াসকে ধরে রাখতে হবে। আমাদের মতো নারীরা এ প্লাটফর্মে এসে তাদের মেধা মননশীলতার স্বাক্ষর রেখে পরিবার সমাজ রাষ্ট্রে অবদান রাখবে। এ ধরনের কর্মশালা এবং সনদ বিতরণ অনুষ্ঠান সেই লক্ষ্যকে আরো গতিশীল করে তুলবে।
পিবিপি গ্রুপের মডারেটর মুক্তা,আসনা,আলো,নিশা,রিমা,তানিশা, ওয়াহিদ। পিবিপি কারিগরি হস্তশিল্প ও প্রশিক্ষণ কেন্দ্রের বিউটিফিকেশনে দায়িত্বরত তাসলিমা সুলতানা লাকি, সেলাই বিভাগের জয়নাব বেগম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, পটিয়া পৌরসভা এলডিপির যুগ্ম আহবায়ক গাজী আমির হোসেন, সদস্য সচিব মুজিবুর রহমান, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং নারী উদ্যোক্তারা।
ডিজে