ব্যাডমিন্টন খেলায় ঝগড়া থেকে গৃহবধূ খুন পটিয়ায়, ৪০ দিন পর পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া আলোচিত গৃহবধূ শিউলি বেগম হত্যার ৪০ দিন পর এ মামলার পলাতক আসামি মাহমুদুল হক প্রকাশ মুন্সি মিয়াকে (৫২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মুন্সি মিয়া পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের মোহাম্মদ আব্দুল হকের ছেলে।

শনিবার (২৫ জানুয়ারি) রাতে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-৭। মুন্সি মিয়া এ মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামি মুন্সি মিয়াকে পটিয়া থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

এর আগে গত ১৪ ডিসেম্বর বিকেলে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিরাজ গাজীর বাড়িতে নিহত গৃহবধূর ছেলের সাথে প্রতিবেশী বাঁচা মিয়ার ছেলের সাথে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া হয়। এ তুচ্ছ ঘটনার জের ধরে ঘরে ঢুকে শিউলী বেগমকে ছুরিকাঘাত করেন মামলার আসামিরা। তখন শিউলী বেগমকে রক্তাক্ত অবস্থায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী মো. মুছা বাদী হয়ে গত ১৫ ডিসেম্বর পটিয়া থানায় সাত জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পটিয়া থানা পুলিশের সহযোগিতায় শিউলি হত্যার আসামি মুন্সি মিয়াকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার বাকী আসামিদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm