রেলের জমি ছেড়ে নিরাপত্তা বেষ্টনী পটিয়া স্টেশনে, ডিটিওকে চিঠি স্টেশন মাস্টারের

চট্টগ্রামের পটিয়া রেলওয়ে স্টেশনে রেলের জমি ছেড়ে দিয়ে লোহার বেষ্টনী দেওয়া হয়েছে। এতে করে অবৈধ স্থাপনা গড়ে ওঠার শঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) বরাবরে চিঠি দিয়েছেন পটিয়া রেলস্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত)।

গত ৪ জানুয়ারি ডিটিও বরাবরে এ চিঠি দেন পটিয়া রেলস্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) মো. রাশেদুল আলম। এরপরও একই নিয়মে বেষ্টনী দিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

জানা গেছে, ‘সেভেন ইলাভেন’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পটিয়া রেলওয়ে স্টেশনের বেষ্টনী দেওয়ার কাজ করছে। কিন্তু তারা রেলের জায়গা ছেড়ে বেষ্টনী নির্মাণ করছে।

রেলের জায়গা ছেড়ে বেষ্টনী দেওয়ায় অবৈধ স্থাপনা গড়ে ওঠার সুযোগ রয়েছে। এজন্য পটিয়ার স্টেশন মাস্টার ডিটিও বরাবরে একটি চিঠি দেন। ওই চিঠিতে উল্লেখ করা হয়, যাত্রী নিরাপত্তার জন্য বেষ্টনী দেওয়ার কথা থাকলেও রেলওয়ের জায়গা ছেড়ে বেষ্টনী নির্মাণ করা হচ্ছে। ফলে দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধারে ব্যাঘাত ঘটবে। এছাড়া যাত্রী ও মালামাল ওঠানামায় ব্যাঘাতও ঘটবে।

পটিয়া স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) মো. রাশেদুল আলম বলেন, যাত্রী নিরাপত্তার জন্য বেষ্টনী দেওয়ার কথা থাকলেও রেলওয়ে জায়গায় ছেড়ে বেষ্টনী দেওয়ায় দুর্ঘটনা ঝুঁকি বাড়বে। বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ করেছি।

ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (কার্য) ষোলশহর মো. রফিকুল ইসলাম বলেন, আমরা যদি সড়ক ও সিএনজি অটোরিকশা পার্কিংয়ের জায়গা বেষ্টনী দিয়ে দিই, তাহলে জনসাধারণের চলাচল বন্ধ হয়ে যাবে।

সিএনজি অটোরিকশার অবৈধ পার্কিংয়ের সুবিধা করে দিতে রেলওয়ের জমি ছেড়ে দেওয়া হয়েছে কিনা, জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন। তবে কোনো ভুল হলে তা খতিয়ে দেখবেন বলে জানান তিনি।

সিএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm