চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকায় মহাসড়কের ওপর প্রতি সপ্তাহে দু’দিন বসছে হাট-বাজার। প্রশাসনের নাকের ডগায় হলেও এ অবৈধ বাজার সরানোর কোনও কার্যকর উদ্যোগ নেই। ফলে সড়কের গাড়ি চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি বাড়ছে দুর্ঘটনা। আর বাজার থেকে প্রতি বছর প্রায় ৯ লাখ টাকা চাঁদা ওঠে, যেগুলো সরকারি কোষাগারের বদলে যাচ্ছে চাঁদাবাজদের পকেটে।
জানা গেছে, প্রতি সপ্তাহের শুক্রবার ও সোমবার হাট বসার ফলে সড়কে দীর্ঘ যানজট লেগে থাকে। পথচারীদের জন্যও এটি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই হাটের ফলে মহাসড়কটি নিরাপদ থাকার পরিবর্তে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
কিছুদিন আগে ওই জায়গায় সৌদিয়া বাস ও পিকআপের সংঘর্ষে জামাল উদ্দীন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হন। নিহত হয়েছেন—মোটর সাইকেলআরোহী এসএম খোরশেদুল আলম (৪২) নামে আরেক ব্যক্তি। দুর্ঘটনায় আহত হয়েছেন—সাইফুল, ইশান, তুষার, ঝুমুর, মাইনুল ও বাদশা মিয়া।
কর্ণফুলীর কয়েকজন বাসিন্দা বলেন, বাজারটি অবৈধ হওয়ার সত্ত্বেও প্রশাসনের নীরবতা দুঃখজনক। স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভাগ একে অপরের দিকে আঙুল তুলে দায়িত্ব এড়ানোর চেষ্টা করছে। বাজারটির কার্যক্রম অবিলম্বে বন্ধ করা না হলে সড়ক দুর্ঘটনা ও দুর্ভোগ আরও বাড়বে।
বাসিন্দারা আরও বলেন, নিরাপদ মহাসড়ক নিশ্চিত করতে অবৈধ বাজার ও চাঁদাবাজির বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। প্রশাসনের উচিত জনস্বার্থে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া এবং সংশ্লিষ্ট অসাধু ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা।
এদিকে ২০২৩ সালের সংশোধিত মহাসড়ক আইন অনুযায়ী, মহাসড়কের ১০ মিটারের মধ্যে কোনো অবকাঠামো তৈরি বা বাজার বসানো সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এই নিয়ম উপেক্ষা করে সড়কের দু’পাশে অবৈধভাবে দোকান বসছে। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগের উদাসীনতার কারণে এই অনিয়ম বহাল রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারটি কোনো ইজারা ছাড়াই চলছে। বাজার দিনে ১২০ থেকে ১৪০টি দোকান বসে। প্রতি দোকান থেকে প্রতিদিন ৮০ থেকে ১৫০ টাকা পর্যন্ত চাঁদা তোলা হয়। হিসাব অনুযায়ী, বছরে প্রায় ৯ লাখ টাকার বেশি আদায় হয়, যা সরকারি কোষাগারে জমা হচ্ছে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এই অর্থের একটি বড় অংশ নীরবে ভাগ বাটোয়ারা হচ্ছে বলেও গুঞ্জন ওঠেছে।
স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক বলেন, ‘হাটের দু’দিন সড়কের পাশে বাজার বসায় পথচারীদের চলাচলে অসুবিধা হয়। যানজট ও দুর্ঘটনার শঙ্কা থাকে।’
জাহাঙ্গীর আলম নামে অপর এক বাসিন্দা বলেন, ‘এভাবে রাস্তার ওপর বাজার বসানো সম্পূর্ণ অবৈধ এবং জননিরাপত্তার জন্য ক্ষতিকর।’
তবে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
ইউএনও অফিসের সিএ দীপু চাকমা জানান, বাজারটি ইজারা দেওয়া হয়নি এবং তহসিলদার তদারকি করেন।
শিকলবাহা ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) ওবায়দুল আকবর বলেন, ‘আমি শিকলবাহা ভূমি অফিসে সবেমাত্র যোগদান করেছি। বিস্তারিত খোঁজ-খবর নিয়ে পরে জানাতে পারব।’
অন্যদিকে সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা বলেন, ‘স্থানীয়দের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, ‘মহাসড়কের ওপর বাজার বসানো সম্পূর্ণ অবৈধ। এর ফলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।’
এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাদি উর রহিম জাদিদ বলেন, ‘আমি কর্ণফুলীর ইউএনওর সঙ্গে কথা বলে খোঁজ নেবো। উপজেলার হাট-বাজার ইউএনও মনিটরিং করেন। ইজারা ছাড়া বাজার বসানো অবৈধ।’
ডিজে