চট্টগ্রামের আন্দোলনে গুলি চালানো স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি চালানো অস্ত্রধারী স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পিস্তল হাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবি দেখেই তাকে শনাক্ত করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম মিঠুন চক্রবর্ত্তী। তিনি চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে ফেনী থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার নগরীর দামপাড়ায় সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি জানান সিএমপির উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. রইছ উদ্দিন।

জানা গেছে, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দুপুরে ষোলশহরের চিটাগাং শপিং কমপ্লক্সের সামনে মিঠুন তার সহযোগীদের নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি চালায়। এছাড়া ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। পরদিন মিঠুনের অস্ত্র হাতে একটি ছবি মুহুর্তেরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মিঠুন চকবাজারের ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনুর অনুসারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে পাচঁলাইশ মডেল থানার বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে।

সিএমপির উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. রইছ উদ্দিন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলি বর্ষণকারী চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিঠুন চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। মিঠুন চক্রবর্তী জুলাই-আগস্ট মাসে সংগঠিত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পিস্তল দিয়ে ছাত্রদের ওপর নির্বিচারে গুলি চালায়। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm