পতেঙ্গায় লরি থেকে কনটেইনার পরে ২ জন নিহত

চট্টগ্রামের পতেঙ্গা এলাকার প্রধন সড়কে একটি লরি থেকে কনটেইনার পড়ে দুজন নিহত হয়েছেন। এসময় রিকশাচালক কনটেইনারের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১০ মে) দুপুর পৌনে ১২টার দিকে ঘটনাটি ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, একটি লরি থেকে কনটেইনার পড়ে দুজন নিহত হয়েছেন। কনটেইনারের নিচে একজন রিকশা চালক চাপা পড়ে আছেন বলেও খবর পাওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে।

s alam president – mobile

ঘটনার পরপরই স্থানীয়, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিহত দুজন ও আহত একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে ফায়ার সার্ভিস।

নিহত দুইজনের বয়স ৫৫ ও ৩২ বছর। এ ঘটনায় রিকশা চালকের বয়স ৩০ বছর বলে পুলিশ জানায়।

বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ওসি আবু জাহেদ মো. নাজমুন নুর।

Yakub Group

‘কনটেইনারটি একটি চিকন চেইন দিয়ে লরিতে বাঁধা ছিল। লরিচালককে আটক ও লরিটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন’, বলে গণমাধ্যমকে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (বন্দর জোন) শাকিলা সোলতানা।

এমএ/এমএফও/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!