চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জাহানপুর আমজাদ আলী আবদুলহাদী ইনস্টিটিউশনের এসএসসি ব্যাচ ৯৪-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে মিলনমেনা ও মেজবানের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের মুরাদপুরের আপন গার্ডেনে অনুষ্ঠিত এ মিলনমেলায় তরুণ ও প্রবীণদের সমাগম ঘটে। অনুষ্ঠানে যোগ দেন ঢাকা থেকে আগত ৯৪ ব্যাচের বন্ধুরাও।
অনুষ্ঠানের বন্ধুরা একে অপরকে জড়িয়ে ধরে বলেন, আজ যেন বন্ধুদের মহামিলনের দিন , আজ সব বন্ধুরা আবারো জানান দিল বন্ধুত্বের কোনো সংজ্ঞা হয় না। এভাবে অনুষ্ঠানটি হয়ে ওঠে সুন্দর ও প্রাণবন্ত।
জাহানপুর আমজাদ আলী আবদুলহাদী ইনস্টিটিউশনের এসএসসি ৯৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী চৌধুরী মুহাম্মদ ইকরাম হোসেনের সভাপতিত্বে ও প্রফেসর সাইফুল আসফিয়ার সঞ্চালনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ডেপুটি হারবার মাস্টার মুহাম্মদ আবু সুফিয়ান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি হোসেন শহিদ মুফতি, বাদশা মিয়া চৌধুরী ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী, বর্তমান প্রধান শিক্ষক মফিজুর রহমান, শিক্ষক এজহারুল ইসলাম, আবুল বশর, আবু তাহের, সাধন চন্দ্র বড়ুয়া প্রমুখ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন চট্টগ্রামের বিশিষ্ট শিল্পী শিমুল শীল, বীনাসহ জনপ্রিয় শিল্পীরা।