৪২ ঘণ্টা পর কর্ণফুলীতে নিখোঁজ দুই পর্যটকের লাশ ভেসে উঠলো

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই কিশোরের মরদেহ ৪২ ঘণ্টা পর ভেসে উঠলে উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজ হন দুই পর্যটক হলেন—প্রিয়ন্ত দাশ (১৬) ও শাওন দত্ত (১৭)।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের কর্ণফুলী নদীর সীতারঘাট অংশে তাদের লাশ ভেসে ওঠে। এর আগে ২৪ ডিসেম্বর তারা নদীতে নিখোঁজ হয়।

জানা গেছে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম শহর থেকে ৯ জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর সীতাঘাটে নৌকা নিয়ে ঘুরতে যায়। দুপুরে ৩ জন নদীতে গোসল করতে নামে। এদের মধ্যে পর্যটক প্রিয়ন্ত দে ও শাওন দত্ত নদীতে ডুবে নিখোঁজ হয়। পরে ডুবুরি নদীতে নেমে অনেক খোঁজাখুজি করেও তাদের খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজের ৪২ ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে দুজনের লাশ ভেসে ওঠে।

চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, নিখোঁজ দুই পর্যটকের মরদেহের ভেসে ওঠার খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm