ফটিকছড়িতে নিহত দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লক্ষ টাকা

0

ফটিকছড়িতে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় সরকারের পক্ষ থেকে দুই লক্ষ টাকা ও উপজেলা পরিষদের পক্ষ থেকে দুই লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে নিহত শিক্ষার্থী নিশা মনির জানাজা শেষে এ ঘোষাণা করা হয়।

এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব বলেন, ‘আমরা দুই শিক্ষার্থীকে হারিয়েছি। এটা অপুরণীয় ক্ষতি। যা আমাদের পুষিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এরপরও আমি উপজেলা পরিষদের পক্ষ থেকে দুই পরিবারকে দুই লক্ষ টাকা দিব। এ ছাড়া মাননীয প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুই লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।’

ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার ভুমি এস এম আলমগীর বলেন, ‘দুই পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে দুই লক্ষ টাকা ক্ষতিপুরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।’

বৃহস্পতিবার বিকাল ৩ টায় পাইন্দং হযরত রহমত উল্লাহ শাহ মাজার প্রাঙ্গনে নিশামনির অনুষ্ঠিত হয়। এর আগে বুধবার রাত ৮টায় মিশু আক্তারের যানাজা সম্পন্ন হয়।

এর আগে গত বুধবার দুপুরে ফটিকছড়িতে পুলিশের ধাওয়া খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের গাড়ির চাপায় দুই স্কুল ছাত্রী নিহত হয়েছেন। উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফেলাগাজী দিঘী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিশু আকতার (১৬) দক্ষিন পাইন্দং মোল্লার বাড়ির আবুল বশরের কন্যা। নিহত নিশা মনি (১৮) একই এলাকার মোহাম্মদ লোকমানের কন্যা। তারা দুজনই হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ধানবাহী একটি জীপটিকে পুলিশের টিআই ও সার্জেন্ট ধাওয়া করলে জীপটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই স্কুল ছাত্রীকে চাপা দেয় জীপটি। ফায়ারসার্ভিস ও স্থানীয়রা গাড়ির নিচে থেকে উদ্ধার করে তাদের নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনায় জড়িত থাকায় চট্টগ্রাম জেলা হাইওয়ে পুলিশের টিআই নিখীল জীবন চাকমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া সার্জেন্ট আল আমিনকে ক্লোজ করা হয়েছে পুলিশ লাইনে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশীদুল হক।

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm