চট্টগ্রাম মেডিকেলে ৮ ঘণ্টা বন্ধ ডায়ালাইসিস সেবা, বকেয়া টাকা আদায়ের ঢাল রোগীরা

0

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বকেয়া আদায়ে কিডনী ডায়ালসিস সেবা ৮ ঘণ্টা বন্ধ রাখে সেনডর ডায়ালাইসিস কেন্দ্র। এতে চরম ভোগান্তিতে পড়েন দূর-দূরান্ত থেকে আসা রোগীরা।

বুধবার (২ ফেব্রুয়ারি) ৮ ঘণ্টা সেবা বন্ধ রাখার পর বিকেল থেকে চমেক হাসপাতাল পরিচালকের আশ্বাসে আবার চালু করা হয়।

২০১৭ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় ডায়ালাইসিস সেবা কেন্দ্র চালু করে সেনডর ডায়ালাইসিস সার্ভিস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। ৩১ বেডের সেন্ডর ডায়ালাইসিস কেন্দ্রে ২০ শয্যায় চমেক হাসপাতালের রোগীদের এবং বাকি শয্যায় বাইরের রোগীর ডায়ালাইসিস হয়।

ডায়ালাইসিস করতে চমেক হাসপাতাল থেকে রেফার করা রোগীদের ১ হাজার ৩০ টাকা পরিশোধ করতে হয়। বাকি আরও প্রায় দুই থেকে আড়াই হাজার টাকা ভর্তুকি দেয় সরকার।

জানা যায়, ভর্তুকির টাকা দুই বছর ধরে বকেয়া পড়ে আছে। টাকার জন্য বারবার চমেক হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলেও তারা বকেয়া পরিশোধে কোনো উদ্যোগ নেননি।

ফলে গত জানুয়ারি মাসেও একবার ডায়ালাইসস সেবা বন্ধ করে দেয় বেসরকারি প্রতিষ্ঠান সেনডর বাংলাদেশ। তখনও তৎকালীন পরিচালকের আশ্বাসে আবার সেবা চালু করেছিল প্রতিষ্ঠানটি। তবে এখনো বকেয়া পরিশোধ না হওয়ায় বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে আবারও রোগীদের ডায়ালাইসিস বন্ধ করে দেয় তারা।

খবর পেয়ে চমেক হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বকেয়া টাকা পরিশোধের আশ্বাস দিলে ৮ ঘণ্টা পর ডায়ালসিস সেবা চালু করা হয়।

সেনডর কিডনি ডায়ালাইসিস সার্ভিস সেন্টারের তত্ত্বাবধায়ক হিমেল আচার্যের সাথে যোগাযোগ করা হলে মুঠোফোনে তিনি চট্টগ্রাম প্রতিদিনকে জানান, বাকির টাকা আমাদের হিসেবে এত বেশি হয়ে গিয়েছে যে, আমরা আমাদের খরচ কুলাতে পারছি না। আগের পরিচালক বিভিন্ন সময় আশ্বাস দেয়ার পরও সমস্যার সমাধান হয়নি।

মেডিকেলে একজন রোগীকে সপ্তাহে ৩ বার ডায়ালাইসিস করাতে হয়।‘২০২০ এবং ২০২১ সালে প্রদত্ত সেবার বিপরীতে কর্তৃপক্ষের কাছে সর্বমোট বকেয়া এতটা বেশি যে, তহবিল সংকট ও কাঁচামালের অভাবে এ জরুরি সেবা কোনোভাবেই চলমান রাখা সম্ভব হচ্ছে না।

হিমেল আচার্য বলেন, নতুন পরিচালক আজ (বুধবার) আমাদের সেন্টারে এসে আশ্বাস দিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে বকেয়া টাকা পরিশোধ করবেন। এ আশ্বাস পেয়ে আমরা আমাদের সেবা পুনরায় চালু করেছি। তবে টাকা না পেলে পুনরায় এ সেবা বন্ধ করে দেয়া হবে বলে জানান হিমেল আচার্য্য।

আইএমই/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm