চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শাহ আমানত নতুন ব্রীজ এলাকায় সড়ক দুর্ঘঘটনায় ৫ ব্যক্তি আহত হয়েছেন।
বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, শাহ আমানত সেতুর গোলচত্বরে যাত্রীবাহী বাস সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। ছিটকে গিয়ে সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় একটি মোটরসাইকেলকে। এ ঘটনায় অটোরিকশার তিন যাত্রী ও মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ভর্তি হয়েছেন।
বিষিয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার এসআই আবুল কালাম চট্টগ্রাম প্রতিদিনকে জানান, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে শাহ আমানত সেতুর পশ্চিম পার্শ্বে গোলচত্ত্বরে কক্সবাজার থেকে আসা যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী ও চালক গুরুতর আহত হয়। অটোরিকশাটি বাসের ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুই মোটরসাইকেল আরোহীও আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
আবুল কালাম আরো জানান, পর্যন্ত একজন আহত ব্যক্তির নাম জানা গেছে। তার নাম মহিউদ্দিন (৩০)। বাড়ি আনায়ারা থানার গহিরাতে। এ ঘটনায় ঘাতক বাসে চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। জব্দ করা হয়েছে বাসটিও।
আইএমই/এমএফও