চট্টগ্রামের বহদ্দারহাট পুলিশ বক্সের দেয়ালে ‘জয় বাংলা’ লেখার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার দু’জন হলেন—মীর সাদ মাহমুদ (২৪) ও আশরাফ উদ্দিন রিয়াজ (২৮)। এদের মধ্যে মীর সাদ মাহমুদ চন্দনাইশ উপজেলার মধ্যম হাশিমপুর খুনিয়ারপাড়া এলাকার মীর মহিউদ্দিনের ছেলে এবং আশরাফ উদ্দিন রিয়াজ চন্দনাইশ পৌরসভার ফকির পাড়া এলাকার নাছির উদ্দিনের ছেলে।
বুধবার (২৫ মার্চ) রাত দেড়টার দিকে বাকলিয়া থানার শহীদ বশরুজ্জামান চত্বর এলাকায় একটি গাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন।
পুলিশ জানিয়েছে, কিছুদিন আগে মধ্যরাতে মোটরসাইকেলে এসে বহদ্দারহাট পুলিশ বক্সের দেয়ালে ‘জয় বাংলা’ লেখেন তারা। এরপর গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার ওসি তদন্ত মোজাম্মেল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া তারা নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ক্যাডার এবং রমজান মাসে বিভিন্ন স্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর নামে প্যাকেটজাত খাবার বিতরণ করছিলেন।
বাকলিয়া থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ‘তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
জেজে/ডিজে