কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, চোখ-মুখ ছিল বিকৃত

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ-থানা পুলিশ। মরদেহটির চোখের চামড়া ছিলে ফেলা হয়েছে, কপালে রয়েছে আঘাতের চিহ্ন। পুলিশের ধারণা, এটি হত্যাকাণ্ড।

বুধবার (২৬ মার্চ) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে সদরঘাট থানার মাঝিরঘাট লোহার গেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদরঘাট নৌ-থানার ওসি মো. একরাম উল্লাহ।

পুলিশ জানায়, বিকাল ৫টায় খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে। অজ্ঞাত এই পুরুষের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। পরনে ছিল হালকা বাদামি রঙের গোল গলার টি-শার্ট ও অফহোয়াইট ফুল প্যান্ট।

মরদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কপালের ডান পাশে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে, কপালের বিভিন্ন অংশের চামড়া ছিলে ফেলা হয়েছে। ডান চোখে গভীর ক্ষতচিহ্ন, বাম চোখ ফুলে ওঠা ও চোখের পাতার চামড়া ছিলানো অবস্থায় পাওয়া গেছে। মুখে কালো রঙের দাঁড়িও রয়েছে।

সদরঘাট নৌ থানার ওসি মো. একরাম উল্লাহ বলেন, ‘অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহ গুম করতে নদীতে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানান তিনি।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm