চট্টগ্রামের চন্দনাইশে ৫টি গুইসাপ বাজারে বিক্রি আনার অপরাধে তিনজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে গুইসাপগুলো বনে অবমুক্ত করা হয়।
রোববার (২৯ জুন) রাতে উপজেলার কেশুয়া এলাকার সৈয়দ বাজারে বন বিভাগের কর্মকর্তাদের অভিযানে গুইসাপগুলো উদ্ধার করা হয়। পরে তাদের উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
জরিমানার শিকার তিনজন হলেন—মং ওয়াই মারমা (৫০), মং হ্লা অং মারমা (৪৮) ও পাই মং থুই মারমা (৪৫)। তারা সবাই বান্দরবানের বাসিন্দা।
বন বিভাগের কর্মকর্তারা জানান, উদ্ধার করা গুইসাপগুলোর মধ্যে দুটি পূর্ণ বয়স্ক এবং অপর তিনটি ছোট আকারে। এর মধ্যে একটির বয়স মাত্র তিন থেকে চার মাস। তারা চন্দনাইশের বরমা এলাকা থেকে গুইসাপগুলো ধরেন। এরপর তারা সেগুলো বাজারে বিক্রির জন্য নিয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
চন্দনাইশের সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা জানান, আটক তিনজনকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের ৩৪ (খ) ধারা অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গুইসাপগুলো পটিয়া উপজেলার শ্রীমাই বনে ছেড়ে দেওয়া হয়েছে।
ডিজে