s alam cement
আক্রান্ত
৪৬৬৮২
সুস্থ
৩৫২১৬
মৃত্যু
৪৫২

বিত্তবানদের উচিত দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো- আ জ ম নাছির উদ্দীন

0

করোনায় দরিদ্র জনগোষ্ঠীর দূর্ভোগ লাঘবে সরকারের সহায়ক শক্তি হয়ে জনগণের পাশে দাঁড়াতে সচ্ছল, বিত্তবানদের আহবান জানিয়েছেন সাবেক চট্টগ্রাম সিটি মেয়র আজম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২০ এপ্রিল) রহমতগঞ্জ ও বহদ্দারহাট খাজা রোডের বাদামতল এলাকায় আজিম শরীফ-রওশন আরা ফাউন্ডেশনের উদ্যোগে সামাজিক সংগঠন নবীন মেলার সহযোগিতায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আজম নাছির উদ্দীন এ সময় বলেন, ‘করোনা দুর্যোগে দেশে দরিদ্রের সংখ্যা বেড়ে গেছে। বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টায় বিগত ১২ বছরে দেশে দরিদ্র জনগোষ্ঠীর হার ৭৩ শতাংশ থেকে নেমে ২২ শতাংশে এসেছিল। করোনাকালীন সময়ে গত একবছরে তা আবার ৩৩ শতাংশে উন্নীত হয়েছে। এমন অবস্থায় দেশের সচ্ছল, বিত্তবান মানুষের উচিত দরিদ্র অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো।’

তিনি আরও বলেন, ‘সরকার দরিদ্র অসহায়দের জন্য নানামুখী সহায়তা প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। আমাদেরকে যার যার অবস্থান থেকে সরকারের সহায়ক শক্তি হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে।’

এ সময় ৩০০ জন দরিদ্র অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ২০ জন কর্মজীবীকে প্রদান করা হয় সেলাই মেশিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সদস্য বেলাল আহমেদ, নগর আওয়ামী লীগ নেতা মো. ইসা, মুক্তিযোদ্ধা নুরুল হক বীর প্রতীক, মুক্তিযোদ্ধা নুরুল আমিন, নবীন মেলার সভাপতি জামাল উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক সুবীর কুমার নাথ, আজিম শরীফ-রওশন আরা ফাউন্ডেশনের পরিচালক মোছাদ্দেক শরীফ মানিক, ডা.পারভেজ ইকবাল শরীফ, এডভোকেট সাজ্জাদ শরীফ, রাফিজ শরীফ, নবীন মেলার সহ সভাপতি সাইফুল আলম বাপ্পী, প্রচার সম্পাদক ইমরান হোসেন জুয়েল, সদস্য সাইফুল বারী চৌধুরী বাপ্পী, জসিম বাচ্চু প্রমুখ।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm