বিদেশিদেরও টানছে সীতাকুণ্ডের ঝর্ণা, আরও কয়েকটি ভ্রমণ স্পট উদ্বোধন

চট্টগ্রামের সীতাকুণ্ডের নয়নাভিরাম ঝর্ণাগুলো শুধু দেশি নয়, বিদেশি পর্যটকদের কাছেও দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছে। পাহাড় ও সমুদ্রের অপূর্ব মিলনস্থল এই উপজেলায় রয়েছে সহস্রধারা, খৈইয়াছড়াসহ একাধিক ঝর্ণা, যা পর্যটকদের চোখ জুড়িয়ে দেয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আশা করি, অতীতের গ্লানি ভুলে এই পর্যটন স্পটগুলো নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে বন বিভাগ ও প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।’

বুধবার (৩০ এপ্রিল) বিকাল ৪টায় তিনি বারৈয়াঢালা ন্যাশনাল পার্ক ও খৈইয়াছড়া ঝর্ণা এলাকাসহ কয়েকটি স্পটের উদ্বোধন করেন। পরে বন বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক এক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন এ আর এন্টারপ্রাইজ ও গোল্ডেন ট্রেডের কর্ণধার আলাউদ্দিন রুবেল। চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক ওয়াহিদুল ইসলাম চৌধুরী শরীফ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর বনবিভাগের কর্মকর্তা এসএম কায়সার, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহুরুল আলম জহুর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. মুরসালিন, বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি জয়নাল আবেদিন এবং বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালামত উল্লাহ।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm