ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে কর্ণফুলীতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শাহিদুল ইসলাম প্রবাসী সাব্বিরকে (২৫) গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে নগরীর কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

গ্রেপ্তারকৃত সাব্বির চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার মোহাম্মদপুর আফজল মসজিদ এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুল মালেক কোম্পানির ছেলে।

পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে নাশকতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সাব্বির নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সক্রিয় সদস্য ছিলেন।

ওসি শরীফ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm