চট্টগ্রামের বাঁশখালী উপজেলার একটি উপকূলীয় গ্রামে বিষধর সাপের কামড়ে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত শিক্ষিকা মুনতাহা বিনতে হাবিব (৩৩) বাহারছড়া ইউনিয়নের বাহারচরা গ্রামের আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষিকা ছিলেন। তাঁর স্বামী মো. নুরুন্নবী ওই স্কুলের পরিচালক। তাঁদের বাড়ি ও একই গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে পারিবারিক কাজ করছিলেন মুনতাহা বিনতে হাবিব। এমন সময় একটি বিষধর সাপ তাঁর পায়ে কামড় দেয়। তাঁর চিৎকার শুনে প্রতিবেশী ও স্বামী ছুটে এলে, তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
দুর্ভাগ্যবশত, কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। শনিবার সকালে কয়েক দফা জানাজার পর বাহারচরা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি তিন সন্তানের মা—দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
সদালাপী ও জনপ্রিয় এই শিক্ষিকার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে সকল শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক ও ক্ষতি প্রকাশ করেছেন।


