বৃহত্তর চট্টগ্রামের ৫ পুলিশ কর্মকর্তা হারালেন পদক, আছে দেবদাস-মাহবুবর-মিনার নামও

২০১৮ সালের বিতর্কিত জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করায় বৃহত্তর চট্টগ্রামে কর্মরত পাঁচ পুলিশ কর্মকর্তা হারালেন বিপিএম ও পিপিএম পদক। তবে এ তালিকায় চট্টগ্রামে দায়িত্ব পালন করা দেবদাস, মাহবুবর, নুরে আলম মিনাসহ ১০৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম আছে। এছাড়া তালিকায় আছেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও বেনজির আহমেদও।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

বৃহত্তর চট্টগ্রামে কর্মরত পুলিশ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—চট্টগ্রাম আরআরএফ কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মো. আনোয়ার হোসেন খান, খাগড়াছড়ির এপিবিএনের বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম ও জায়েদুল আলম এবং চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার রিফাত রহমান শামীম ও কাজী আশরাফুল আজীম। তবে আশরাফুল আজীম এখনও পলাতক।

তালিকায় আছেন—কক্সবাজারের সাবেক পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন ও সাবেক পুলিশ সুপার নুরে আলম মিনা এবং রাঙামাটির সাবেক পুলিশ সুপার মো. আলমগীর কবির, খাগড়াছড়ির সাবেক পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান৷ চারজনই বর্তমানে সারদা পুলিশ ট্রেনিং একাডেমির অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত। এছাড়া বান্দরবান সাবেক পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদারের নামও রয়েছে তালিকায়। তিনি বর্তমানে বিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত আছেন।

পদক প্রত্যাহার হওয়া অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের মধ্যে আরও আছেন—কক্সবাজারের সাবেক এসপি ও পরে ডিআইজি হওয়া নিবাস চন্দ্র মাঝির নাম আছে। তিনি ময়মনসিংহের ডিআইজি ছিলেন। এছাড়া আছেন সিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার ও বর্তমান ডিআইজি দেবদাস ভট্টাচার্যও। তিনি রংপুর রেঞ্জ ডিআইজি হিসেবে অবসরে যান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত থাকা ১০৩ কর্মকর্তার অনুকূলে দেওয়া বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার করা হলো।

২০১৮ সালের নির্বাচনে আগের রাতেই ভোট সম্পন্ন হওয়ার অভিযোগ ওঠে, যা ‘রাতের ভোট’ নামে পরিচিতি পায়।

চলতি বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর অন্তর্বর্তী সরকার বিগত তিনটি বিতর্কিত নির্বাচনে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে ৩৩ জন সাবেক জেলা প্রশাসককে ওএসডি করা হয় এবং ২২ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এবার পুলিশের ১০৩ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার করা হলো।

প্রতি বছর আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ চার ক্যাটাগরিতে ‘বাংলাদেশ পুলিশ পদক’ (বিপিএম) ও ‘প্রেসিডেন্ট পুলিশ পদক’ (পিপিএম) প্রদান করা হয়। সাধারণত বছরের শুরুতে পুলিশ সপ্তাহে রাষ্ট্রীয়ভাবে এই পদক দেওয়া হয়।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm