চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী তূর্ণা-নিশীথা ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে ফেনীতে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে ফেনী শহরের রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটেছে। আনুমানিক ২০ বছর বয়সী ওই যুবকের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মৃত ওই যুবকের পরনে ছিল সাদা সোয়েটার ও গ্যাভাডিন কাপড়ের ফুল প্যান্ট। ট্রেনের ধাক্কায় যুবকের মাথা ও হাতের কিছু অংশ শরীর থেকে আলাদা হয়ে যায়।
জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী তূর্ণা-নিশীথা ট্রেনটি ফেনী রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার পর প্লাটফর্মের অদূরে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
পরে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
সিপি