মহিলাকে অজ্ঞান করে স্বর্ণ ও টাকা ছিনতাইয়ের চেষ্টা, জনতার হাতে ধরা ২ ছিনতাইকারী

চন্দনাইশের দোহাজারী থেকে অটোরিকশা করে সাতকানিয়ার কেরাণীহাটে যাচ্ছিলেন আয়েশা বেগম। পথে গাড়ি কালিয়াইশ পৌঁছলে কয়েকজন যুবক ওই অটোরিকশায় যাত্রী হিসেবে ওঠেন। এর মধ্যেই নেশাজাতীয় দ্রব্য দিয়ে আয়েশাকে অজ্ঞান করে ফেলে ওই যুবকরা। এরপর তার কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণের কানের দুল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু পালাতে গিয়ে তারা ধরা পড়েন স্থানীয় জনতার হাতে।

স্থানীয় জনতা দুই ছিনতাইকারীকে ধরে প্রথমে জিজ্ঞাসাবাদ এবং পরে সন্দেহ হলে মারধর শুরু করে। ওই সময় সাতকানিয়ায় কর্মরত সেনা টহল টিমের সদস্যরা মহাসড়কে টহল দিচ্ছিলেন। পরে স্থানীয়রা দুই ছিনতাইকারীকে সেনাবাহিনীর হাতে তুলে দেন।

সোমবার (২৬ মে) সকালে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান থেকে তাদের আটক করা হয়। বিকালে সেনাবাহিনী গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানান।

আটক দুজন হলেন—চট্টগ্রামের পটিয়া উপজেলার গোবিন্দারখীল এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. রিপন (৩৫) ও একই উপজেলার হাইদগাঁও এলাকার মো. মনির আহমদ এর ছেলে মাহাবুব আলম (৪০)।

দুই ছিনতাইকারীর কাছ থেকে নকল স্বর্ণের বার, কানের দুল, দুটি বটম মোবাইল ফোন, নগদ ৫ হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত অটোরিকশা জব্দ করে সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে তাদের সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত জানান, ছিনতাইকারীদের থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm