মিরসরাইয়ের বিএনপি নেতা হত্যা মামলার দুই আসামি ঢাকায় গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে ইউনিয়ন বিএনপি নেতা ও কাঠ ব্যবসায়ী কবির আহম্মদ সওদাগর হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার আসামিরা হলেন—হিঙ্গুলী ইউনিয়নের কদমতলা এলাকার খুরশীদ আলমের ছেলে কামাল উদ্দিন (৩২) ও পশ্চিম হিঙ্গুলী গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে সাঈদ (৩০)।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে র‌্যাব-৭ ও ১ এর যৌথ অভিযানে ঢাকার হাজারীবাগ থানার ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, পাওনা টাকা চাওয়ায় গত ১০ অক্টোবর সন্ধ্যায় হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমানে ইউনিয়ন কমিটির সদস্য কবির আহম্মদ সওদাগরকে বারইয়ারহাট কাঠ মার্কেট এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কুপিয়ে হত্যা করা হয়। বাবাকে বাঁচাতে এগিয়ে এলে সন্ত্রাসীদের হামলায় আহত হয় কবির আহম্মদের দুই ছেলে দিদারুল আলম ও জামশেদ আলমসহ দোকানের কয়েকজন কর্মচারী। এই ঘটনায় রাতে নিহতের বড় ছেলে দিদারুল আলম বাদি হয়ে ৮ জনকে আসামি করে জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার বলেন, মঙ্গলবার রাতে কবির আহম্মদ সওদাগর হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামী কামাল উদ্দিন ও সাঈদকে র‌্যাব-৭ ও ১ এর যৌথ অভিযান চালিয়ে ঢাকার হাজারীবাগ থানাধীন ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে র‌্যাব গ্রেপ্তার আসামিদের থানায় হস্তান্তর করে এবং একইদিন দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm