মুরাদপুরে স্ল্যাব উল্টে নালায় পড়ে গেলেন নারী

চট্টগ্রামে নগরীর মুরাদপুরে ফুটপাতের স্ল্যাব উল্টে নালায় পড়ে যান এক নারী। তবে নালায় বেশি পানি না থাকায় অল্পের জন্য রক্ষা পান তিনি। পরে পথচারীরা তাকে ওপরে তুলে আনেন।

তবে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তিনি নগরীর আতুরার ডিপো এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

সোমবার (৪ আগস্ট) দুপুরে মুরাদপুরে ডাচ বাংলা ব্যাংকের সামনের নালায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সিসিটিভি ফুটেজ দেখা যায়, দুপুরের দিকে এক নারী মুরাদপুর মোড়ের ডাচ বাংলা ব্যাংকের সামনের ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে ফুটপাতের ওপর থাকা স্ল্যাব উল্টে পড়ে যান নালায়। তৎক্ষণাৎ উপস্থিত থাকা লোকজন ওই নারীকে উদ্ধার করে। এতে ওই নারী বেশ আহত হন।

এর আগেও মুরাদপুর এলাকায় পা পিছলে নালায় পড়ে নিখোঁজ হয়েছিলেন সবজি ব্যবসায়ী সালেহ আহমদ। তার হদিস এখনও পাওয়া যায়নি।

গত ছয় বছরে নগরীর খাল-নালায় পড়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ৯ জুলাই নগরীর হালিশহরে নালায় পড়ে তিন বছরের এক শিশু নিহত হয় এবং ১৮ এপ্রিল চকবাজার নালায় পড়ে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm