সন্ত্রাসবিরোধী মামলায় মুফতি ইজাহারসহ ৮ জন খালাস

১৪ বছর আগে সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলায় খালাস পেয়েছেন চট্টগ্রামের লালখানবাজার মাদ্রাসার মহাপরিচালক ও ইসলামী ঐক্যজোটের সাবেক চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী।

সোমবার (৪ আগস্ট) সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক আবু হান্নান এ রায় দেন।

খালাস পাওয়া অপর সাত আসামি হলেন—মাহফুজুর রহমান, আবুল ফাত্তাহ, আবুল কালাম, সালাউদ্দিন ভূঁইয়া, মাওলানা নোমান, মাওলানা সাব্বির ও আবদুল্লাহ আল আমিন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আবদুস সাত্তার সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৩ ডিসেম্বর রাউজান রাবারবাগান গোদারপাড় এলাকার পাহাড়ে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার দাবি করে র‍্যাব। সেদিন ঘটনাস্থল থেকে ধর্মীয় বইসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। পরে ওই ঘটনায় মুফতি ইজহারসহ আটজনের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ এনে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

মুফতি ইজহারের আইনজীবী আবদুস সাত্তার জানান, র‍্যাব সাজানো জঙ্গি নাটক সাক্ষ্যপ্রমাণে প্রমাণ করতে পারেনি। এজন্য আদালত খালাস দিয়েছেন।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm