চট্টগ্রামে আরও কমেছে করোনা শনাক্ত। গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই জন। যেটির শনাক্তের হার শূন্য দশমিক ১৫ শতাংশ। অন্যদিকে, একটানা এক সপ্তাহধরে চট্টগ্রামে করোনায় মৃত্যুহীন দিন পার করেছে।
এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ২৬৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৩ হাজার ৯৯৫ জন। বাকি ২৮ হাজার ২৭৪ জন বিভিন্ন উপজেলার। আক্রান্তদের মধ্যে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০২ জনের।
সোমবার (৮ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। রোববার (৭ নভেম্বর) জেলায় সাত জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ওইদিনও ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১০টি ল্যাবে ১ হাজার ৩৩০ জনের নমুনা পরীক্ষা করে দুই জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে একজন নগরের বাসিন্দা। অন্যজন সাতকানিয়ার।
এমএহক