s alam cement
আক্রান্ত
১০২২৪৫
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২৫

চোর ধরতে গিয়ে প্রাণ গেল ছুরির আঘাতে, চাচাকে বাঁচাতে গিয়ে ভাতিজা আহত

0

উঠেছিলেন ফজরের নামাজ পড়তে, ঘর থেকে বের হতেই সামনে পড়লো এক চোর। সেই চোরকে ধাওয়া করতে গিয়ে চোরের ছুরিকাঘাতে প্রাণ হারালেন সুলতান আহমেদ (৫৫) নামের এক ব্যক্তি। অন্যদিকে চাচাকে বাঁচাতে গিয়ে ছুরির আঘাতে আহত হয়েছেন ভাতিজা ইকবাল হোসেন (৩৫)।

রোববার (৭ নভেম্বর) ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নে এই ঘটনা ঘটে।

নিহত সুলতান আহমেদ ভাটিয়ারী ইউনিয়নের খাদেম পাড়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এই ঘটনায় তার ছেলে মোস্তফা ও ভাতিজা ইকবালও আহত হয়েছেন।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক এসব তথ্য নিশ্চিত করেছেন। চট্টগ্রাম প্রতিদিনকে তিনি বলেন, ‘সুলতান আহমেদ ফজরের নামাজ পড়তে উঠে ঘরের সামনে এক যুবককে দেখতে পেয়ে ‘চোর চোর’ বলে চিৎকার করে ধাওয়া করেন। তার চিৎকারে তার ছেলে মোস্তফা ও ইকবালও ঘর থেকে বের হয়ে ওই যুবককে ধাওয়া করে ধরে ফেলেন।’

সুমন বণিক বলেন, ‘এ সময় ওই যুবক এলোপাতাড়ি ছুরি চালিয়ে সুলতানের গলায় এবং তার ছেলে ও ভাতিজার হাতে জখম করে পালিয়ে যায়। আহত তিন জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সকালে চিকিৎসাধীন অবস্থায় সুলতান মারা যান।’

হত্যাকারী চোরের পরিচয় এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি জানিয়ে সুমন বণিক বলেন, ‘ওই পরিবারের সদস্যদের সাথে আমাদের কথা হয়েছে। উনারা লাশ দাফন শেষে থানায় আসবেন।’

সীতাকুণ্ড থানার এই পরিদর্শক জানান, ‘আমাদের একটা টিমও হত্যার ক্লু উদ্ধারে কাজ করছে। উনারা থানায় আসলেই আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

এআরটি/কেএস/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm