রামুতে ট্রেনে কাটা পড়ে যুবকের দেহ ছিন্নভিন্ন

কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত যুবকের নাম মো. ইউনুস (২৪)। তিনি উপজেলার রাজারকুল ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা ফয়েজ আহমদের বড় ছেলে। তার এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল পৌন ১১টার দিকে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের মনসুর আলী স্কুলসংলগ্ন রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘প্রবাল এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়েন ইউনুস। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের ধারণা, ট্রেনের গতি ভুলভাবে অনুমান করা অথবা অসাবধানতা থেকেই এ দুর্ঘটনা ঘটতে পারে।

রাজারকুল ইউনিয়ন পরিষদের নারী সদস্য আলম শাইর বলেন, মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ডিজে

ksrm