চট্টগ্রাম নগরী রিয়াজউদ্দিন বাজারের তামাকুমন্ডি লেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি মার্কেটের খেলনার গুদামে আগুনের সূত্রপাত ঘটে। দু’ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এ ঘটনায় এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জাান যায়নি।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে তামাকুমন্ডির রহমান ম্যানশনের তিনতলার একটি খেলনার গুদামে আগুন লাগে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে খেলনার একটি গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে এসেছে। তবে আশপাশে পানির কোনো উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় তাদের। রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তারা।
জানা গেছে, আগুন খবর ছড়িয়ে পড়লে ওই মার্কেটের দোকানদাররা দোকান বন্ধ করে বাইরে বেরিয়ে আসেন।
নন্দনকানন স্টেশন সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে প্রথমে একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে সেখানে আরও তিনটি ইউনিট পৌঁছে। এছাড়া আগ্রাবাদ থেকেও একটি ইউনিট এসে যোগ দেয়। পরে দুই ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস আরও জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে এখনও কোনো হতাহতের খবর পাইনি।