রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজের ২০২৪-২০২৫ বর্ষের বার্ষিক সভা সম্পন্ন হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর ২০২৪) নিয়মিত সভাপতির অনুপস্থিতিতে রোটারিয়ান ওয়াহিদ আমিন সোহাগের সভাপতিত্বে নগরীর পাঁচলাইশের একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ২০২৫-২০২৬ রোটারি বছরের সভাপতি হিসেবে কাজী হাসানুজ্জামান শান্টু এবং ২০২৬-২০২৭ রোটারি বছরের সভাপতি পঙ্কজ বিশ্বাসকে ক্লাব মনোনীত হিসেবে ঘোষণা করা হয়। সভায় উপস্থিত ছিলেন অতীত সভাপতি মিনহাজ উদ্দিন নাহিয়ান এবং মোহাম্মদ মাইনুদ্দিন রতন।
সভায় আরও উপস্থিত ছিলেন ডা. গোলাম জিলানী জুয়েল, ডা. সাজ্জাদ রশিদ মারুফ, ক্যাপ্টেন আতিকুল্লাহ খান, এমএ হান্নান, মোহাম্মদ ওবায়দুল হক মনি, ফজলে রাব্বি সিনান।
সভায় সভাপতি আগামী বছরগুলোর সভাপতিদ্বয়ের সাফল্য ও শুভকামনা জানিয়ে সভা মূলতবি ঘোষণা করা হয়।