আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর ও মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।
বুধবার (১ জানুয়ারি) দুপুর ২টার দিকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের দোয়েল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া আইনজীবীরা বলেন, ২৬ নভেম্বর চিন্ময় কৃঞ্চ দাসের নির্দেশে তাণ্ডব চালিয়েছে ইসকনের সন্ত্রাসী গোষ্ঠী। তারা আইনজীবী আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। ইসকনের সন্ত্রাসীরা জামালখান ও হাজারি গলিতেও মুসলমানদের ওপর হামলা চালিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়েছিল। সেই অপচেষ্টার অংশ হিসেবে তারা আইনজীবী আলিফকে জবাই করে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডে ইসকনের সন্ত্রাসীদের সঙ্গে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররাও জড়িত।
মানববন্ধনে আইনজীবীরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আলিফ হত্যাকাণ্ডের পরিকল্পনার রহস্য উন্মোচনের পাশাপাশি জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানানো হয়। এছাড়া আলিফ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরেরও দাবি জানান বক্তারা।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃঞ্চ দাস ব্রহ্মচারীর মামলা পরিচালনা ঘিরে তার আইনজীবী মিথ্যাচার করেছেন জানিয়ে অ্যাডভোকেট ফজলুল বারী বলেন, চিন্ময়ের মামলা পরিচালনায় তার আইনজীবীকে সব ধরনের সুযোগ দেওয়ার পরেও তিনি ভারতে গিয়ে মিথ্যাচার করেছেন, ভারতীয় মিডিয়ায় প্রোপাগান্ডা চালিয়েছেন। চিন্ময়ের আইনজীবীরা অতীতেও শুনানি করেছেন, আগামীকালও করতে পারবেন।
এছাড়া মানববন্ধনে অংশ নেওয়া আইনজীবীরা আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃঞ্চ দাসকে আসামি করার দাবি জানান। পাশাপাশি এ হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন আইনজীবীরা।
বক্তারা বলেন, আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের এক মাস পেরিয়ে গেলেও এখনও মামলার সব আসামিকে গ্রেপ্তার করা হয়নি। মামলা ঘিরে কোনো ধরনের অপতৎপরতা চালানো হলে কঠোর আন্দোলনের পাশাপাশি প্রয়োজনে কর্মবিরতিতে যাওয়ারও হুঁশিয়ারি দেন আইনজীবীরা।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ইসকনের সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে। এ ঘটনায় আইনজীবীরা ও দেশের মানুষ অনেক ধৈর্য ধরেছে।
আইনজীবী আলিফ হত্যাকাণ্ডে চিন্ময় কৃঞ্চ দাসের উস্কানি ছিল বলে মন্তব্য করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, প্রিজন ভ্যানে বক্তব্য দিয়ে সমর্থকদের উসকে দিয়েছেন চিন্ময়। আদালত প্রাঙ্গণের পাদদেশে ইসকনের সন্ত্রাসীরা আলিফকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আইনজীবীরা রাজপথ ছাড়বেন না জানিয়ে এ আইনজীবী নেতা বলেন, এ হত্যা মামলায় প্রথম দিকে কিছুটা গতি থাকলেও এখন তা ধীরগতিতে চলছে। তিনি এ মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবি জানান।
মানববন্ধনে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ভাইস-প্রেসিডেন্ট অ্যাডভোকেট এম আবদুল কাদের, অ্যাডভোকেট ফজলুল বারী, অ্যাডভোকেট ইস্কান্দর সোহেল, অ্যাডভোকেট আবু সুফিয়ান, অ্যাডভোকেট মাইনউদ্দিন, অ্যাডভোকেট আবুল আহসান, অ্যাডভোকেট শামসুল আলম, অ্যাডভোকেট সুলাইমান ও অ্যাডভোকেট আব্দু সাত্তারসহ আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন আইনজীবীরা বক্তব্য রাখেন।
আইএমই/ডিজে