চট্টগ্রামের কর্ণফুলীতে পূর্বশত্রুতার জেরে পথ আটকে এক যুবককে বেধড়ক পিটিয়েছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইছানগর মেডিকেল রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম মো. সাইফুল (২৫)। এ ঘটনায় ৩১ ডিসেম্বর বিকালে বাদি হয়ে কর্ণফুলী থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেন তিনি।
মামলার আসামিরা হলেন—সালাউদ্দিন (৪১), শহিদুল ইসলাম (৩৮) ও সজিব (২৪)। তারা সবাই চরপাথরঘাটার ইছানগর এলাকার বাসিন্দা।
এজাহারে উল্লেখ করা হয়, সোমবার সকালে চাকরিতে যাওয়ার পথে আসামিরা সাইফুলকে পথরোধ করে এলোপাতাড়ি মারধর করেন। পরে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। সাইফুলের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
যোগাযোগ করা হলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. শরীফ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।
জেজে/ডিজে