রোটারী ক্লাব অব চিটাগাং ইস্টের পাক্ষিক সভায় সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায় বলেছেন, বিত্তের সাথে চিত্তের মেলবন্ধন ঘটানো গেলে ভালো কিছু সৃষ্টি হবেই। তবে নতুন কিছু অর্জন মানেই পুরনোকে বর্জন নয়। ক্ষেত্র বিশেষে পুরনো কিছু বিষয় ঐতিহ্যের স্মারকেও পরিণত হয়।

রোটারী ক্লাব অব চিটাগাং ইস্টের পাক্ষিক সভায় সিএমপি কমিশনার 1

সৃজনশীল ও মননশীল কর্মযজ্ঞে সবসময় নিজের পক্ষপাত উল্লেখ করে সৃষ্টিশীলতাকে জীবনের অনুসঙ্গ করার আহ্বান জানিয়ে সিএমপি কমিশনার আরও বলেন, রোটারী ক্লাব বিশ্বে সমাদৃত আর চট্টগ্রাম ইস্ট-এর গতিময়তায় আমরা আশাবাদী হই।

s alam president – mobile

উপলব্ধি ফাউন্ডেশনের সাথে নিজের আত্মার সম্পর্ক উল্লেখ করে তিনি বলেন, সিয়াম সাধনার পাশাপাশি মানুষ হবার সাধনায় ব্রতী হতে পারলে সমাজ সুন্দর হবে। সংস্কৃতি লাভবান হবে।

পিতৃমাতৃহীন তথা ছিন্নমূলদের মূলধারায় নিয়ে আসার জন্য যারা কাজ করছেন তাদের অভিনন্দন জানিয়ে কৃষ্ণপদ রায় বলেন, পহেলা বৈশাখের উৎসব সবার। ধনী, দরিদ্র, হিন্দু-মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান তথা সবার। বাঙালির বৃহত্তর ও প্রাচীন সার্বজনীন উৎসব। ধর্মের রঙে নয়, অসাম্প্রদায়িক চেতনার রঙে রাঙাতে হবে নববর্ষকে।

রোটারী ক্লাব অব চিটাগাং ইস্ট-এর ৮৮১তম পাক্ষিক সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

Yakub Group

১৫ এপ্রিল বিকেল ৫টায় চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজারস্থ ‘উপলব্ধি’ কার্যালয়ে ক্লাব প্রেসিডেন্ট একেএম সাইদুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও পাস্ট প্রেসিডেন্ট পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপির সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন উপ-পুলিশ কমিশনার মাসুদ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সাংবাদিক আলমগীর সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল আলম সুজন, ক্লাব মেম্বার রোটারিয়ান পিপি এআর খান, রোটারিয়ান পিপি কর্নেল (অব.) এবিএম জয়নুর রশীদ, রোটারিয়ান পিপি কামরুল ইসলাম, রোটারিয়ান পিপি রাকিবুল ইসলাম, প্রেসিডেন্ট ইলেক্ট নাসিমা আখতার, রোটারিয়ান পিপি জয় দেব দাশ, রোটারিয়ান লেখক-সাংবাদিক শওকত বাঙালি, রোটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান নিলুফার আজাদ প্রমুখ।

ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান রাকিবুল ইসলাম ও হাসিনা আক্তার লিপি দম্পতির সৌজন্যে এ আয়োজনে নতুন সদস্য ব্যবসায়ী খায়রুল আলম সুজনকে রোটারী পিন পরিয়ে দেন পুলিশ কমিশনার।

তিনি ‘উপলব্ধি’কে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন এবং ক্লাবের পক্ষ থেকে দুজনের ভরণ-পোষণ বাবদ এক বছরের অনুদান ১ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!