ঢাকা থেকে চট্টগ্রামমুখী সোনার বাংলা ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।
রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকামুখী সোনার বাংলা ট্রেন কুমিল্লার হাসানপুর স্টেশনে ৭টি বগিসহ দুর্ঘটনার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
চট্টগ্রাম রেল কন্ট্রোল সূত্রে জানা যায়, শনিবার লাকসাম সেকশনে মহানগর এক্সপ্রেস ট্রেন ইঞ্জিন লাইনচ্যুত হয়। দুইদিন ব্যবধানে দুটি আন্ত:নগর ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে।
সোমবার (১৭ এপ্রিল) চট্টগ্রাম রেল কন্ট্রোল হতে যায় গত শনিবার (১৫ এপ্রিল) রাত ২টা ৪০ মিনিটে ফেনী-লাকসাম সেকশনের লাঙলকোট স্টেশনে মহানগর এক্সপ্রেস লাইনচ্যু হয়। এতে হতাহত হয়নি কেউ।
গতকাল (১৬ এপ্রিল) রবিবার একই সেকশনের হাসানপুর স্টেশনে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে সোনার বাংলা ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়।
চট্টগ্রাম রেল ভবন সিআরবি ও পাহাড়তলী ট্রেন কন্ট্রোল দপ্তর শনি ও রবিবার দুটি আন্ত:নগর ট্রেন দুর্ঘটনা সত্যতা নিশ্চিত করলেও হতাহত ঘটেনি বলে জানান।
এয়াব দুর্ঘটনার পর সোমবার (১৭ এপ্রিল) ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। যাত্রীদের টিকিটের টাকা ফেরতের পাশাপাশি বিকল্প উপায়ে এই ট্রেন যাত্রীর ভ্রমণ সুবিধার ব্যবস্থা করা হচ্ছে। সোনার বাংলা ট্রেন উদ্ধার কাজ শেষ না হওয়ায় বন্ধ রয়েছে মেইল লাইন। ডাউন লাইনে ট্রেন চালু রেখে ট্রেন চলা চল স্বাভাবিক রাখা হচ্ছে। তবে সব ট্রেনের যাত্রা বিলম্ব হচ্ছে।
চট্টগ্রাম স্টেশন মাস্টার জাফর আলম বলেন, ‘গতকাল চাঁদপুরগামী মেঘনা ৫ ঘণ্টা, রাত ১১টার নিশীথা ২ ঘণ্টা এবং ঢাকা থেকে চট্টগ্রামমুখী সূর্বণা প্রায় ৩ ঘণ্টা বিলম্বে রাত ১১টা ৫৫ মিনিটে চট্টগ্রাম পৌঁছেছে।’
জেএস