দুদকের মামলার জালে স্বামী-স্ত্রী, একজন বনবিভাগে, অন্যজন কৃষি দফতরে

চট্টগ্রামের বন বিভাগ দক্ষিণের (পটিয়া রেঞ্জ) সাবেক ফরেস্টার মো. সুলতানুল আলম চৌধুরী। তার বিরুদ্ধে রয়েছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। অভিযোগের প্রক্ষিতে ফরেস্টার মো. সুলতানুল আলম চৌধুরীর বিরুদ্ধে অর্ধ কোটি টাকার জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

একই সঙ্গে তার স্ত্রী শাহনাজ পারভীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক কার্যালয়ে প্রধান সহকারীর বিরুদ্ধেও অবৈধ সম্পদের অর্জনের দায়ের পৃথক আরও একটি মামলা দায়ের করেছে দুদক।

তাদের চার মেয়ের মধ্যে তিন মেয়ে পড়ছেন প্রাইভেট মেডিকেলে এমবিবিএস কোর্সে। ইতোমধ্যে দুই মেয়ের এমবিবিএস কোর্সও সম্পন্ন হয়েছে। ছোট মেয়ে দশম শ্রেণীতে অধ্যয়নরত।

s alam president – mobile

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে মামলার তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ সহকারী পরিচালক মো. আব্দুল মালেক। পরে মামলাটি তদন্তের জন্য রেকর্ট করা হয় দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ দফতরে।

অভিযুক্ত মো. সুলতানুল আলম চৌধুরী চট্টগ্রামের বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী গ্রামের মৃত মো. আজহারুল হক চৌধুরীর ছেলে। বর্তমানে ফেনীর দাগনভূঁইয়া সামাজিক বনবিভাগের ফরেস্টার হিসেবে কর্মরত আছেন। তার স্ত্রী শাহনাজ পারভীন সম্প্রতি পদোন্নতি পেয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক কার্যালয়ে প্রধান সহকারী হিসেবে কর্মরত আছেন।

দুদক জানায়, ১৯৯০ সালে ১ ফেব্রুয়ারি নার্সারি প্রকল্পের প্লান্টেশন সহকারী হিসেবে অস্থায়ী নিয়োগ পান মো. সুলতানুল আলম চৌধুরী। ২০০০ সালে বন বিভাগে তার চাকরি স্থায়ী হয়। তার বিরুদ্ধে অর্জিত সম্পদ থেকে জ্ঞাত আয়ের উৎসহের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ রয়েছে ৫১ লাখ ৩৩ হাজার ৮৩৪ টাকা।

Yakub Group

এছাড়া তার স্ত্রী শাহনাজ পারভীন বিরুদ্ধে অর্জিত সম্পদ থেকে জ্ঞাত আয়ের উৎসহের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ রয়েছে ৩৪ লাখ ৮৭ হাজার ৪১৬ টাকা।

দুর্নীতি দমন কমিশন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় পৃথক মামলায় দুইজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

মামলার বিষযটি নিশ্চিত করেছেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ সহকারী পরিচালক মো. আব্দুল মালেক। তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বন বিভাগের ফরেস্টার মো. সুলতানুল আলম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের দায়ে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আসামি দুইজনই পলাতক রয়েছেন।’

এমএ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!