লোহাগাড়ায় ‘তৌহিদ বাহিনী’র সদস্য অস্ত্রসহ আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে আটক করে যৌথবাহিনী। তিনি সন্ত্রাসী ‘তৌহিদ বাহিনী’র সদস্য বলে জানা গেছে।

সোমবার (১৬ জুন) মধ্যরাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার আলুরঘাট এলাকায় এই অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনী ও লোহাগাড়া থানা পুলিশের একটি টিম।

আটক মোহাম্মদ নাছির (৩৮) লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী উত্তর নতুন পাড়ার (৮ নম্বর ওয়ার্ড) মৃত বশির আহমদের ছেলে।

জানা গেছে, তৌহিদ বাহিনীর ছত্রছায়ায় বিভিন্ন সময়ে দেশীয় তৈরি অস্ত্র প্রদর্শন করে দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে নাছির উদ্দীন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে চাঁদাবাজির সময় যৌথ অভিযানে মো. নাছিরকে আটক করা হয়।

লোহাগাড়ায় কর্তব্যরত সেনাবাহিনীর মেজর আহসানুল করিম রাঈম জানান, সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ টিম লোহাগাড়া আলুরঘাট রোড় (রশিদার পাড়া) এলাকা থেকে বড়হাতিয়ার কুখ্যাত ডাকাত তৌহিদ গ্রুপের সদস্য মোহাম্মদ নাছিরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বাড়িতে অবৈধ অস্ত্র ও গুলি রয়েছে বলে জানায়। রাতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে যৌথবাহিনীর অভিযানে উপজেলার আলুরঘাট এলাকা থেকে তৌহিদ বাহিনীর সদস্য নাছিরকে আটক করে যৌথবাহিনী। তার শিকারোক্তি ও দেখানো জায়গা থেকে লাকড়ির স্তূপের ভেতরে সাদা প্লাস্টিকের বস্তায় পেচানো দেশীয় তৈরি ১টি একনলা বন্দুক, ২টি তাজা কার্তুজ ও ১টি দেশীয় তৈরি দা উদ্ধার করা হয়।

আটককৃত নাসিরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। তার সঙ্গে জড়িতদের বিষয়ে জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলমান রয়েছে। তারর বিরুদ্ধে সাতকানিয়া থানায়ও মামলা রয়েছে। মঙ্গলবার নাছিরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm