চট্টগ্রামে ক্রমশ চোখ রাঙাচ্ছে করোনা। আগেরদিন চট্টগ্রামে একদিনেই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১০ জন। ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও আক্রান্ত হলেন আরও ১০ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮ জন। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ১ জনের মৃ্ত্যুও হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়।
প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের ৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২২টি, মা ও শিশু জেনারেল হাসপাতাল ল্যাব ও মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ২৪টি করে, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৬টি, পার্কভিউ হাসপাতালে ২৬টি, মেট্রোপলিটন হাসপাতালে ১৭টি, জেনারেল হাসপাতালে ৫টি এবং এভারকেয়ার হাসপাতাল ল্যাবে ২৬টি নমুনা পরীক্ষা করা হয়।
এতে ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩ জন, পার্কভিউ হাসপাতালে ৩ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ২ জন এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮০টি। নতুন আক্রান্তদের মধ্যে ১০ জনই নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
এদিকে, সিভিল সার্জনের প্রতিবেদনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নমুনা টেস্টের কোন তথ্য না থাকার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিভিল সার্জন অফিসে করোনা প্রতিবেদন তৈরীর দায়িত্বে থাকা মো. জাহিদ জানান, ‘আমি প্রতিবেদনের জন্য চট্টগ্রাম মেডিকেলে যোগাযোগ করেছি। তারা জানিয়েছে কোন নমুনা পরীক্ষা হয়নি আরটি পিসিআর ল্যাবে। কিছু হয়েছে আরডিটি (র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট)। সেই তথ্য আমরা পাইনি। মেডিকেল আমাদের দেয়নি।’
আইএমই/এমএহক