চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজিকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে লোহাগাড়া উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. শোয়াইব (২১)। তিনি উপজেলার আধুনগর ইউনিয়নের বেপারী পাড়ার নাজিম উদ্দিনের ছেলে।
মোটরসাইকেলে থাকা আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। তবে তার নাম ঠিকানা জানা যায়নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম অভিমুখি বাইক আরোহী দু’জন উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজিকে ওভারটেক করার সময় মোটরসাইকেল থেকে দু’জনই ছিটকে পড়ে যায়। এসময় কক্সবাজার অভিমুখি একটি ট্রাক একজনকে চাকায় পিষ্ট করে পালিয়ে যায়।
ঘটনাস্থলে মো. শোয়াইব ক্ষতবিক্ষত হয়ে মারা যান। স্থানীয়রা আহত অন্যজনকে হাসপাতালে পাঠাযন।
ঘটনাস্থল পরিদর্শন করেছে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানসহ একটি পুলিশি টিম ও ফায়ার সার্ভিসের লোকজন।
ডিজে