সহিংসতায় ক্ষতিগ্রস্ত যশোরের ২৩ পরিবার পেল হিন্দু এইড ইউকের অনুদান

যশোরের অভয়নগরে সাম্প্রদায়িক সহিংসতার শিকার পরিবারগুলোর হাতে আর্থিক অনুদান তুলে দিয়েছে ‘হিন্দু এইড ইউকে’। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত ধর্মীয় স্থাপনা মেরামতের জন্যও সহযোগিতা করা হয়।

১১ জুন (বৃহস্পতিবার) ২৩টি পরিবারের হাতে মোট ২ লাখ ৩০ টাকার অনুদান দেওয়া হয়।

অনুদান প্রদানের কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের সদস্য অনুপম রায়।

এতে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার প্রাক্তন চেয়ারম্যান এবং মতুয়া মহাসংঘের প্রতিষ্ঠাতা, হরিচাঁদ ঠাকুরের বংশধর সুব্রত ঠাকুর।

এ সময় স্থানীয় বাসিন্দারা ত্রাণকর্মী এবং অতিথিদের স্বাগত জানান। মতুয়া সম্প্রদায়ের সদস্যরা ঐতিহ্যবাহী
দুংখা এবং কাশোরের মতো বাদ্যযন্ত্র বাজিয়ে ভক্তিমূলক মন্ত্রের মাধ্যমে অনুষ্ঠানটি উদযাপন করেন।

হিন্দু এইড ইউকে’র একজন মুখপাত্র বলেন, এই উদ্যোগটি কেবল বস্তুগত সাহায্য প্রদানের জন্য ছিল না, এটি মর্যাদা পুনরুদ্ধার, সংহতি পুনর্ব্যক্ত এবং আশা প্রদানের জন্য ছিল।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm